প্রশ্ন
From: হাসান নাইম
বিষয়ঃ গোসল
প্রশ্নঃ
আসসালামু আলাইকুম।
ফরজ গোসল শেষে নামায আদায় করার পর আমি লক্ষ্য কলাম যে, আমার পায়ের পশমের সাথে কিছু নাপাকী লেগে আছে। এখন কি আবার আমার গোসল করতে হবে নাকি পা ধুয়ে নিলেই হবে। আর আদায়কৃত নামায এর বিধান কী?
জাযাকাল্লাহ।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শুধু পা ভালো করে ধুয়ে নিলেই হবে। আর পা ধৌত করার পর আদায়কৃত নামায পুনরায় পড়তে হবে।
ولو ترك المضمضة أو الاستنشاق أو لمعة من أى موضع كان من البدن ناسيا فصلى ثم تذكر ذلك يتمضمض أو يستنشق أو يغسل اللمعة ويعيد ما صلى (كبيرى-50)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]