প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / জল ও স্থলের ব্যাঙ এর মলমূত্রের হুকুম কী?

জল ও স্থলের ব্যাঙ এর মলমূত্রের হুকুম কী?

প্রশ্ন

From: উবাইদুল্লাহ সিরাজ
বিষয়ঃ পাক নাপাক।

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম।

জলীয় ও স্থলীয় ব্যাঙ এর মলমূত্রের হুকুম কী? হুকুমের ক্ষেত্রে কি ব্যাঙ এর প্রকারভেদ আছে?
জানালে যারপরনাই খুশি হবো।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

জলীয় ব্যাঙ এর মলমূত্র পাক ধরা হয় জরুরতের কারণে। তবে স্থলীয় ব্যাঙ এর মলমূত্র নাপাক। [ইমদাদুল ফাতাওয়া-১/১৩০]

فى الدر المختار: ولا نزح فى بول فارة على الأصح

وفى رد المحتار: ولعلهم رجحوا القول بالعفر للضرورة (رد المحتار-1/379)

بول الفأرة طاهر لتعذر التحرز عنه وعليه الفتوى يحمل على العفو (حاشية الطحطاوى على مراقى الفلاح-154، وكذا فى التاتارخانية-1/460، رقم-1069، بدائع الصنائع-1/198، خلاصة الفتاوى-1/6)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *