প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / বিদেশ থেকে মাদরাসায় টাকা পাঠাতে মিথ্যার আশ্রয় নেয়া যাবে?

বিদেশ থেকে মাদরাসায় টাকা পাঠাতে মিথ্যার আশ্রয় নেয়া যাবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমরা যারা প্রবাসে থাকি। প্রবাস থেকে বিভিন্ন মাদরাসায় অনুদান দিয়ে থাকি। অনুদান পাঠানোর সময় মাদরাসায় অনুদান দেয়া হবে উল্লেখ করলে বিব্রতকর প্রশ্ন করা হয়ে থাকে। সন্দেহের চোখে দেখা হয়। এক্ষেত্রে যদি আমরা উক্ত বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে পরিবারের কারো কাছে টাকা পাঠাচ্ছি বলে মাদরাসা বা এমন চ্যারিটি ফান্ডে টাকা পাঠাই তাহলে একাজটি বৈধ হবে কি না? দয়া করে জানাবেন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মিথ্যা সরাসরি বলা জায়েজ নেই। তবে জুলুম থেকে বাঁচতে মিথ্যা বলার বৈধতা রয়েছে।

সেই হিসেবে যদি সত্য বলার দ্বারা মারাত্মক বিপদে পতিত হবার সম্ভাবনা থাকে, তাহলে প্রয়োজনে মিথ্যা বলার সুযোগ রয়েছে।

তবে এক্ষেত্রে সরাসরি মিথ্যা না বলে বুদ্ধিমত্মার পরিচয় দিয়ে মিথ্যাকে এড়িয়ে যাওয়াই উচিত। যেমন মাদরাসায় টাকা পাঠানোর ক্ষেত্রে মাদরাসার মুহতামিমকে নিজের ভাই পরিচয় দেয়া। এই হিসেবে যে, তিনি মুসলিম হিসেবে ধর্মীয় ভাই। এভাবে সরাসরি মিথ্যা এড়িয়ে চলাই উচিত।

(وَالْكَذِبُ حَرَامٌ إلَّا فِي الْحَرْبِ لِلْخُدْعَةِ وَفِي الصُّلْحِ بَيْنَ اثْنَيْنِ وَفِي إرْضَاءِ الْأَهْلِ وَفِي دَفْعِ الظَّالِمِ عَنْ الظُّلْمِ) لِأَنَّا أُمِرْنَا بِهَذَا فَلَا يُبَالِي فِيهِ الْكَذِبَ إذَا كَانَتْ نِيَّتُهُ خَالِصَةً (وَيُكْرَهُ التَّعْرِيضُ بِهِ) أَيْ بِالْكَذِبِ (إلَّا لِحَاجَةٍ) كَقَوْلِك لِرَجُلٍ كُلْ فَيَقُولُ أَكَلْت يَعْنِي أَمْسِ فَلَا بَأْسَ بِهِ لِأَنَّهُ صَادِقٌ فِي قَصْدِهِ (مجمع الأنهر، دار احياء التراث-2/552، دار الكتب العلمية-4/221، رد المحتار، كتاب الحظر والإباحة، فصل فى البيع-6/427، دار الفكر بيروت، الفتاوى الهندية-5/352)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

One comment

  1. ধন্যবাদ। অনেক সুন্দর উত্তর দিয়েছেন। আজ আমরা সকল ক্ষেত্রে হয়রানির স্বীকার হই। ভালো কাজের জন্যও আমাদের কৈফিয়ত দিতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *