প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / মাগরীব এর আজান ও জামাতের মাঝে কতটুকু বিলম্ব করা যায়?

মাগরীব এর আজান ও জামাতের মাঝে কতটুকু বিলম্ব করা যায়?

প্রশ্ন:

মাগরীব এর আজান ও জামাতের মাঝে কতটুকু বিলম্ব করা যায়?

 

জবাব:

بسم الله الرحمن الرحيم

মাগরীব এর আজান ও ইকামাতের মাঝে ছোট ছোট তিন আয়াত পড়া যায় এতটুকু পরিমাণ দেরী করা মুস্তাহাব। এরচে’ বেশী করা উচিত নয়। তবে আজানের সাথে সাথে নামাযে দাঁড়ানো মাকরুহ।

দলিল:

فى رد المحتار-  ( ويجلسبينهما ) بقدرمايحضرالملازمونمراعيالوقتالندب ( إلافيالمغرب ) فيسكتقائماقدرثلاثآياتقصار،ويكرهالوصلإجماعا (رد المحتار-كتابالصلاةبابالأذان-2/56)

 

 

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতওয়ায়ে শামী-২/৫৬

২. আল বাহরুর রায়েক-১/৪৫৪

৩.আন নাহরুল ফায়েক-১/১৭৭

৪. ফাতওয়ায়ে আলমগীরী-১/৫৭

৫. বাদায়েউস সানায়ে’-১/৩৭১

 

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

কমবেশি মুলধনে শরীক ব্যক্তিদের ব্যবসা গুটিয়ে নিতে চাইলে লাভক্ষতি কিভাবে নির্ণয় করবে?

প্রশ্ন আসসালামুআলাইকুম। শায়েখ তিন জন ব্যাক্তি মিলে একটি ব্যাবসা পরিচালনা করতেন অনেক দিন ধরে। এখন …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস