প্রশ্ন:
From: সাবিদ আহমেদ
Subject: দেশপ্রেম
Country : বাংলাদেশ
Message Body:
নিচের দুইটি কথা প্রায়ই শোনা যায় ।
১. দেশপ্রেম ঈমানের অঙ্গ
২. মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান
এই দুইটি কথার কোন ভিত্তি বা দলিল আছে কি?
জবাব:
بسم الله الرحمن الرحيم
দেশ প্রেম ঈমানের অঙ্গ কথাটি হাদীস নয়
জন্মভূমির মোহাব্বত, জন্মভূমির প্রতি মনের টান, হৃদয়ের আকর্ষণ মানুষের স্বভাবজাত বিষয়। একটি মহৎগুণ। অন্তরে জন্মভূমির প্রতি ভালবাসা, মায়া-মোহাব্বত, তার দিকে আগ্রহ থাকা ঈমান পরিপন্থী কিছু নয়। কিন্তু ঈমান ও দেশের প্রশ্নে ঈমানকেই প্রাধান্য দিতে হবে।
তবে দেশপ্রেম ঈমানের অঙ্গ কথাটি রাসূল সাঃ এর হাদীস নয়। এটি হয়তো কোন মনীষীর উক্তি।
দেশপ্রেম ঈমানের অঙ্গ কথাটিকে আল্লামা হাসান বিন মুহাম্মদ সাগানী রহঃ জাল হিসেবে আখ্যায়িত করেছেন। {রিজালাতুল মাওযুয়াত-৭)
মোল্লা আলী ক্বারী রহঃ এ সম্পর্কে বলেন-
لا اصل له عند الحفاظ
হাফেযে হাদীস মুহাদ্দিসীনদের নিকট এর কোন ভিত্তি নেই। {আল মাসনু’-৯১}
আরো দ্রষ্টব্যঃ
আল মাকাসিদুল হাসানা-২১৮
তাযকিরাতুল মাওযুয়াত-১১
আদ্দুরারুল মুনতাসিয়া-১১০
মিরকাতুল মাফাতীহ-৪/৫
আল মাওযূয়াতুল কুবরা-৬১
আল লুউলুউল মারসু-৩৩
প্রচলিত জাল হাদীস-১৪৩-১৪৪
মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথাটি হাদীসের কিতাবে নেই
মানুষকে কষ্ট দেয়া গোনাহের কাজ। এটি খুবই গর্হিত কাজ। অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে এর শাস্তি আখেরাতে হবে। “কিন্তু মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গা সমান অপরাধ” এ কথাটি হাদীসের কিতাবে আমাদের তাহকীক অনুযায়ী পাওয়া যায়নি। তাই রেফারেন্স ছাড়া এটাকে হাদীস বলাটা উচিত হবে না।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
