প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / স্পষ্ট ও অস্পষ্ট নাপাক বলতে কী বুঝায়?

স্পষ্ট ও অস্পষ্ট নাপাক বলতে কী বুঝায়?

প্রশ্ন

স্পষ্ট নাপাক ও অস্পষ্ট নাপাক বলতে কী বুঝায়?

উত্তর

بسم الله الرحمن الرحيم

স্পষ্ট নাপাক বলতে উদ্দেশ্য হল, যে নাপাক দেখা যায়। আর অস্পষ্ট নাপাক বলতে উদ্দেশ্য হল, যে নাপাক দেখা যায় না।

النَّجَاسَةُ لَا تَخْلُو إمَّا أَنْ تَكُونَ مَرْئِيَّةً، أَوْ غَيْرَ مَرْئِيَّةٍ، (بدائع الصنائع، كتاب الطهارة، فصل فى بيان المقدار الذى يصير به المحل نجسا-1/221

যে নাপাক দেখা যায়, তা দূর করলেই বস্তু পবিত্র হয়ে যায়। দূর করার আগ পর্যন্ত তা পবিত্র হয় না।

আর যে নাপাক দেখা যায় না, তা তিনবার ধুয়ে তিনবার নিংড়ে নিলেই বস্তু পবিত্র হয়।

ويطهر متنجس بنجاسة مرئية بزوال عينها ولو بمرة على الصحيح ولا يضر بقاء أثر شق زواله وغير المرئية بغسلها ثلاثا والعصر كل مرة, (حاشية الطحطاوى على مراقى الفلاح-159

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামিয়া ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …