প্রচ্ছদ / প্রশ্নোত্তর / জমি কিনতে জমা দেয়া টাকার উপর যাকাত আসবে কী?

জমি কিনতে জমা দেয়া টাকার উপর যাকাত আসবে কী?

প্রশ্ন

আমি আমার আপুকে 3,50,000 টাকা দেই আমার জন্য একটি জমি কিনার জন্য। কিন্তু এখন ও কিন্তু পারেনি।

ও এই টাকা দিয়ে কিছু লোকের সাহায্য করেছে। আমার এই টাকার যাকাত দিতে হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, উক্ত টাকার যাকাত আপনার আদায় করতে হবে।

إذا أمسكه لينفق منه كل ما يحتاجه فحال الحول، وقد بقي معه منه نصاب فإنه يزكي ذلك الباقي، وإن كان قصده الإنفاق منه أيضا في المستقبل لعدم استحقاق صرفه إلى حوائجه الأصلية وقت حولان الحول، (رد المحتار، كتاب الزكاة، مطلب فى زكاة المبيع وفاء-3/179

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …