প্রশ্ন
From: আব্দুল্লাহ আল মাসউদ
বিষয়ঃ ঈদগাহ সম্পর্কিত মাসায়েল
সরকারি ভাবে রেজিস্টার( ওয়াকফ) নিয়ে মতানৈক্য হচ্ছে এমন ঈদগাহে ঈদের জামাত করার হুকুম কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
ঈদের নামায শুদ্ধ হবার জন্য ওয়াকফ জমি হওয়া জরুরী নয়।
তাই ওয়াকফ নিয়ে মতভেদ হলেও উক্ত মাঠে ঈদের জামাত পড়া জায়েজ আছে। [ফাতাওয়া মাহমূদিয়া-১৫/৩২২,ফারুকিয়া করাচি, ফাতাওয়া কাসিমিয়া-১৮/৬০৬]
وقال أبو يوسف رحمه الله تعالى: يزول ملكه بمجرد القول (الهداية، كتاب الوقف-2/637، فتح القدير-6/238، البحر الرائق-5/416
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]