প্রশ্ন
ওয়েব ক্যামেরা দিয়ে কথা বলার হুকুম কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
ওয়েব ক্যামেরা এটি আয়নার হুকুমে। আয়নাতে যেমন প্রতিচ্ছবি দেখা যায়। তেমনি ওয়েব ক্যামেরার দ্বারা অপর পাশে থাকা ব্যক্তির চেহারা দেখা যায়।
তাই যাদের সাথে কথা বলা ও দেখা করা জায়েজ আছে, তাদের সাথে ওয়েব ক্যামেরার মাধ্যমেও কথা বলাও দেখা জায়েজ আছে। আর যাদের সাথে কথা বলাও দেখা জায়েজ নেই, তাদের ওয়েব ক্যামেরার মাধ্যমেও দেখা ও কথা বলা জায়েজ নয়।
[সূরা নূর-৩০-৩১, ফিক্বহী মাক্বালাত”-৪/১২৩-১৩০]والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
