প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / না জেনে সুদের সাক্ষী হলেও কি ব্যক্তি লানতের উপযুক্ত হবে?

না জেনে সুদের সাক্ষী হলেও কি ব্যক্তি লানতের উপযুক্ত হবে?

প্রশ্ন

From: মো:ইবরাহিম
বিষয়ঃ সুদে সাক্ষি থাকা

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

আমি আপনাকে দ্বীনের জন্য মুহাব্বাত করি্
হুজুর আমি সবসময় দ্বীনের সাথেই জড়িয়ে থাকতে চাই এবং চেষ্টা করি। কিন্তু আজকে আমি এমন এক গুনাহের কাজ করেছি যাতে নিজেরই মনে হচ্ছে আমি হালাক হয়ে গেছি,,
ঘটনাটি এই – আজকে এক মুরব্বী আমাকে ডেকে নিয়ে একটি লেখা কাগজে স্বাক্ষর করতে বলে আমি কাগজটি না পড়েই সই করি এরপর সে ২০ হাজার টাকা আমার হাতে দিয়ে এক ব্যাক্তিকে দিতে বললে আমি নিজ হাতেই তাকে টাকা গুলি দিলাম, এরপর বাড়ি চলে এলাম। বাড়ি ঘটনাটি বললে তারা বলল লোকটি সুদে টাকা দেয়, সে তোমাকে সুদের সাক্ষী রেখেছে এবং তোমাকে দিয়ে টাকা দিয়েছে, হুজুর একথা শুনেতো আমার মাথায় যেন আসমান ভেঙ্গে পড়েছে, কারণ আমি হাদীসে পড়েছি -যে সুদ দেয় ও নেয় এবং স্বাক্ষী থাকে সবার উপর লানত,,
হুজুর এখোন আমার  কি করণীয়?  আমিকি অভিশপ্ত হয়ে গেছি?
দয়া করে একটু  তাড়াতাড়ি জানাবেন
আল্লাহ আপনার নেক হায়াত বৃদ্ধি করুন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

একথা ঠিক যে, সুদ দেয়া, নেয়া এবং সাক্ষী হওয়া ব্যক্তির উপরও আল্লাহর লানত।

কিন্তু এটা ইচ্ছেকৃত জেনেশুনে কেউ হলে বা করলে উক্ত লানতের উপযুক্ত হবে।

যেহেতু আপনি জেনেশুনে ইচ্ছেকৃত করেননি। তাই আপনি উপর্যুক্ত লানতের যোগ্য হবেন না ইনশাআল্লাহ। তাই শংকিত হবার কারণ নেই। বাকি ভবিষ্যতে না জেনে এমন কাজ করতে যাবেন না।

 

عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ اللهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ

আবূ যার আল-গিফারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ আমার উম্মাতের ভুল, বিস্মৃতি ও বলপূর্বক যা করিয়ে নেয়া হয় তা ক্ষমা করে দিয়েছেন। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২০৪৩]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *