প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / মসজিদে জমিয়তে উলামায়ে হিন্দের পোষ্টার ও সভা করার হুকুম কী?

মসজিদে জমিয়তে উলামায়ে হিন্দের পোষ্টার ও সভা করার হুকুম কী?

প্রশ্ন

মসজিদে জমিয়তে উলামার কর্মিসভা করা আর মসজিদে জমিয়তের পোষ্টার লাগানো জায়েজ কিনা জানালে উপকৃত হব,
সুলতানুল আরেফিন
পশ্চিমবঙ্গ ,ভারত

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি উক্ত কর্মী সভায় কোন প্রকার স্লোগানবাজী না হয়। শুধুমাত্র মুসলমান ও ইসলামের উপকারার্থে মুসলমানদের সংঘবদ্ধ রাখার উদ্দেশ্যে প্রোগ্রাম করা হয়। তাহলে প্রোগ্রাম করাতে কোন সমস্যা নেই।

তবে মসজিদের আদবের প্রতি গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে।

কোন প্রাণীর ছবি না থাকলে পোষ্টার লাগানোতে কোন সমস্যা নেই।

المساجد حيجب أن تصان عن إدخال الرائحة الكريهة (إلى قوله) ورفع الصوت والخصومة الخ (عنية المستملى، فصل فى احكام المسجد-566، 610، رد المحتار-2/433-434)

وان يكون فوق رأسه أو بين يديه أو بحذائه يمنة أو يسرة أو محل سجوده تمثال أى مرسوم فى جدار أو غيره أو موضوع أو معلق (رد المحتار-2/417، حلبى كبيرى-359)

أو لغير ذى روح لا يكره لأنها لا تعبد (رد المحتار-2/418)

وأما صورة غير ذى الروح فلا خلاف فى عدم كراهة الصلاة عليها أو إليها (حلبى كبير-359

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *