প্রচ্ছদ / প্রশ্নোত্তর / আমি তোমাকে বিয়ে করবো বলার পর কবুল বলার দ্বারা বিয়ে হয়ে যায়?

আমি তোমাকে বিয়ে করবো বলার পর কবুল বলার দ্বারা বিয়ে হয়ে যায়?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ।

১. প্রশ্নঃ আমার পরিচিত এক মেয়েকে বলছি, আমি তাকে বিয়ে করব । এই কথা শুনে সে তিন বার কবুল বলছে । এর জন্য কি আমাদের বিয়ে হয়ে যাবে ?

এই কথা আমি এবং সে ছাড়া অন্য কেউ শুনে নাই ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

বিয়ে সম্পন্ন হওয়ার জন্য বিয়ের প্রস্তাব ও কবুলের সাথে দুই জন মুসলমান বুদ্ধি-বিবেক সম্পন্ন দুই জন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলা উপস্থিত থেকে বিয়ের প্রস্তাব ও কবুল বলা শোনা আবশ্যক। এছাড়া ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হয় না।

তাই আপনাদের এ বিয়ে সম্পন্ন হয়নি। যেহেতু উপস্থিত কোন সাক্ষি ছিল না।

فى الدر المختار- ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين ( مكلفين سامعين قولهما معا ) (الدر المختار ، كتاب النكاح،-3/9

অনুবাদ-বিবাহ সহীহ হওয়ার শর্ত হল শরীয়তের মুকাল্লাফ [যাদের উপর শরীয়তের বিধান আরোপিত হয়] এমন দুইজন আযাদ পুরুষ সাক্ষি বা একজন আযাদ পুরুষ ও দুইজন মহিলা সাক্ষি হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল  বলার উভয় বক্তব্য স্বকর্ণে উপস্থিত থেকে শুনতে পায়। {আদ দুররুল মুখতার-৩/৯, ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *