প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / গরীবকে কুরবানীর পশু ক্রয় করে দিলে কুরবানী ও দানের হুকুম কী?

গরীবকে কুরবানীর পশু ক্রয় করে দিলে কুরবানী ও দানের হুকুম কী?

প্রশ্ন

সকল প্রশংসা মহান আল্লাহতালার। আমার ছিলো, আশাকরি উত্তর দিবেন ইনশাআল্লাহ।

প্রশ্নঃ “এক জন গরীব ব্যক্তি যার উপর কুরবানী কোন ভাবেই আবশ্যক নয়। এমতাবস্থায় মহল্লার পাঁচ/দশ জন যুবক মিলে টাকা দিয়ে ঐ গরীব ব্যক্তি কে একটা পশু ক্রয় করে দেন। এবং পশুটি সে কুরবানী করেন। এক্ষেত্রে তার কুরবানী হবে কি? না কি শুধুই গোস্ত খাওয়া হবে? এখানে উভয় পক্ষের  সওয়াবের ফায়সালা কি হবে?”।

উত্তর

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, নফল কুরবানী হবে। সেই সাথে যারা দান করেছেন, তাদের দানের সওয়াবও হবে ইনশাআল্লাহ।

ولو وهب لرجل شاة فضحى بها الموهوب له أجزأته عن الاضحية لأنه ملكها بالهبة والقبض، فصار كما لو ملكها بالشراء (بدائع الصنائع، كتاب التضحية-4/218

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ.

হযরত আনাস রাঃ হতে বর্ণিত। তিনি বলেন,হুজুরে পাক সাঃ ইরশাদ করেন, দান খয়রাত আল্লাহ পাকের ক্রোধ প্রশমিত করে এবং অপমৃত্যু বন্ধ করে। {সুনানে তিরমিজী, হাদীস নং-৬৬৪, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৩৩০৯}

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

আরও জানুন

স্বপ্নে পায়ুপথে সহবাস করতে দেখার ব্যাখ্যা কী?

প্রশ্ন আস্সালামুআলাইকুম শাইখ। আমার নাম উদয় খান। আমি ঢাকা থেকে বলছি। আমি গতকাল রাতে স্বপ্নে …