প্রশ্ন
আসসালামু আলাইকুম। এক বেক্তি বললো হযরত শব্দের অর্থ নাকি প্রভু। রেফারেন্স হিসেবে বললো তাফসিরে কাবিরে নাকি এমনটা আছে। কথাটা কতটুকু সত্য।। হযরত মানে কি আসলেই প্রভু??
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হযরত মানে প্রভু নয়। হযরত শব্দের হল, মাননীয়, মহামান্য, সম্মানিত। আমরা বাংলায় জনাব বলতে যা বুঝাই হযরত অর্থও তা’ই।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
আহলে হাদিস বর্তমান সময়ের সবচেয়ে বড় ফেৎনা ।অনেক দেরিতে হলেও আহলে মিডিয়ার ঊসিলায় আমরা ওয়াসওসয়াসা থেকে মুক্ত হতে পেরিছি ।