প্রচ্ছদ / প্রশ্নোত্তর / হজ্ব করতে গিয়ে একাধিকবার উমরা করা যাবে না?

হজ্ব করতে গিয়ে একাধিকবার উমরা করা যাবে না?

 প্রশ্ন

এক ব্যক্তি হজ্বে গিয়ে মদীনা ইউনিভারসিটির প্রফেসর এর লেকচার এ শুনেছেন যে, হজ্ব করতে গিয়ে একবার এর বেশী ওমরা করা যাবে না, কারন নবী করীম সাল্লালাহু আলাইহিস সালাম হজ্ব করতে এসে কখনও একাধিকবার ওমরা করেছেন, এর কোন দলীল নেই । একথা কি সঠিক ? বিস্তারিত জানাবেন ।
Best Regards,
…………………………………….

Kbd. Ruhul Amin Mondol

B.Sc. Animal Husbandry (BAU)

MS in Animal Nutrition

Farm Manager

Sreepur Project

Nourish Poultry & Hatchery Ltd.

Sreepur, Gazipur.

উত্তর

بسم الله الرحمن الرحيم

রাসূল সাঃ হজ্ব করতে এসে একবারই উমরা করেছেন একথা সত্য। রাসূল সাঃ জীবনে একবারই হজ্ব করেছেন একথাও সত্য।

এ কারণেই অনেকে বলেন, হজ্ব করতে এসে বারবার হজ্ব করার চেয়ে বেশি বেশি তওয়াফ করা উত্তম। {গুনিয়াতুন নাসিক-১০৭}

কিন্তু বেশি উমরা করা যাবে না, একথাটি ভুল। যত ইচ্ছে উমরা করা যাবে।

العمرة……. وجازت فى كل سنة…… وكرهت تحريما يوم عرفة وأربعة أيام بعدها.. الخ (الدر المختار-2/473

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

নামাযে দুই পায়ের মাঝে কেমন ফাঁকা রাখবে? পাশের জনের সাথে কতটুকু দূরত্বে দাঁড়াবে?

প্রশ্ন আমরা দেখে থাকি একদল ভাইয়েরা নামাযের সময় এমনভাবে দাঁড়ায়, যার কারনে পাশে আর একজন …