প্রশ্ন
এক ব্যক্তি হজ্বে গিয়ে মদীনা ইউনিভারসিটির প্রফেসর এর লেকচার এ শুনেছেন যে, হজ্ব করতে গিয়ে একবার এর বেশী ওমরা করা যাবে না, কারন নবী করীম সাল্লালাহু আলাইহিস সালাম হজ্ব করতে এসে কখনও একাধিকবার ওমরা করেছেন, এর কোন দলীল নেই । একথা কি সঠিক ? বিস্তারিত জানাবেন ।
Best Regards,
…………………………………….
Kbd. Ruhul Amin Mondol
B.Sc. Animal Husbandry (BAU)
MS in Animal Nutrition
Farm Manager
Sreepur Project
Nourish Poultry & Hatchery Ltd.
Sreepur, Gazipur.
উত্তর
بسم الله الرحمن الرحيم
রাসূল সাঃ হজ্ব করতে এসে একবারই উমরা করেছেন একথা সত্য। রাসূল সাঃ জীবনে একবারই হজ্ব করেছেন একথাও সত্য।
এ কারণেই অনেকে বলেন, হজ্ব করতে এসে বারবার হজ্ব করার চেয়ে বেশি বেশি তওয়াফ করা উত্তম। {গুনিয়াতুন নাসিক-১০৭}
কিন্তু বেশি উমরা করা যাবে না, একথাটি ভুল। যত ইচ্ছে উমরা করা যাবে।
العمرة……. وجازت فى كل سنة…… وكرهت تحريما يوم عرفة وأربعة أيام بعدها.. الخ (الدر المختار-2/473
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।