প্রচ্ছদ / বিবিধ / একটি ওজরখাহীঃ যে কথা বলতে চাইনি

একটি ওজরখাহীঃ যে কথা বলতে চাইনি

আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে যাত্রা শুরু হয়েছে তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার এবং আহলে হক মিডিয়া সার্ভিসের।

ইতোমধ্যেই আমরা বেশ কিছু বিষয়ভিত্তিক ভিডিও ধারণ করে তা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল দেখতে ক্লিক করুন

এছাড়া বিষয়ভিত্তিক প্রবন্ধ নিবন্ধ এবং প্রশ্নোত্তরও প্রকাশিত হয়েছে অনেক। ইতোমধ্যেই দুই হাজার ছিয়ান্নব্বইটি [২,০০৯৬]  পোষ্ট প্রকাশিত হয়েছে আহলে হক মিডিয়া সার্ভিস সাইটের ওয়েব সাইটে আলহামদুলিল্লাহ।

আরো বেশ কিছু প্রশ্নের জবাব প্রস্তুত  করা হচ্ছে। তৈরী হচ্ছে বিষয়ভিত্তিক প্রবন্ধও।

কিন্তু অনিচ্ছা সত্বেও জানাতে বাধ্য হচ্ছি যে, ইলমী কমতি থাকা সত্বেও আমরা একটি সাহসী উদ্যোগ গ্রহণ করি। লেখনী, অডিও ভিডিও এর মাধ্যমে প্রাতিষ্ঠানিকরূপে আহলে বাতিলের মুকাবিলা করার প্রত্যয় নিয়ে আলাদা লোক রেখে অফিস ভাড়া নিয়ে যাত্রা শুরু হয় আহলে হক বাংলা মিডিয়া সার্ভিসের।

আল্লাহর রহমাতে ইতোমধ্যেই আমাদের প্রকাশিত প্রবন্ধ, প্রশ্নোত্তর ও অডিও ভিডিও হকপন্থী ভাইদের কাছে বেশ সমাদৃত হচ্ছে। সেই সাথে আহলে বাতিলদের মাঝে ভীতির সঞ্চার করছে। এবং অনেকেই নিজেদের অবস্থান পরিবর্তন করে হকের  ছাড়ায় আশ্রয় গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ।

গত রমজান মাস থেকেই আমাদের কার্যক্রম চালু হয়। প্রতিষ্ঠানটিকে সূচারুরূপে পরিচালিত করার নিমিত্তে প্রাথমিকভাবেই প্রয়োজন ছিল বিপুল অর্থের। কিছু দ্বীনের ভাইয়ের মাধ্যমে এর আংশিক ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন।

কিন্তু প্রয়োজনীয় অনেক কিছুই ক্রয় করা সম্ভব এখনো হয়ে উঠেনি। একটি রিসার্চ সেন্টার পরিচালনার জন্য যে পরিমাণ কিতাব পত্র প্রয়োজন এর কিছুই আমরা সংগ্রহ করতে পারিনি। আমরা এখনো সক্ষম হয়নি বাকি মাস কিভাবে বাসা ভাড়া ও প্রতিষ্ঠানের স্টাফ ও কর্মচারীদের হাদিয়া কিভাবে দেয়া হবে এর সঠিক সমাধান খুঁজে বের করতে।

তবু আমরা নিরাশ নই। আমরা এখনো হতাশাগ্রস্থ নই। আমাদের তীব্র বিশ্বাস আল্লাহ তাআলা এ খিদমাতকে কবুল করে থাকলে এর সকল আসবাবকে তার কুদরতী খাজানা থেকে পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ।

আগামী রমজান মাস আসতে এখনো ৯ মাস বাকি। এর মাঝে প্রাতিষ্ঠানিক খরচ পড়বে প্রায় ৫ লাখ টাকা। সেই সাথে কিতাব ক্রয় করা প্রয়োজন দুই থেকে আড়াই লাখ টাকার।

কিন্তু আমরা এখনো বে সরু সামান তবু হতোদ্যম নই। বাহ্যিক দৃষ্টিতে চলছি অজানার পথে কিন্তু আমাদের মানসিক শক্তি এখনো দুর্দম আল্লাহর রহমাতে।

কিতাবপত্রের কমতির কারণে প্রশ্নের জবাব দিতে অনেক দেরী হয়ে যায়। এ কারণে অনেক ভাই বিরক্তি প্রকাশ করে মেইল করেছেন। অনেকে মোবাইলে অসন্তুষ্টি প্রকাশ করছেন।

আমরা সকল ভাইদের কাছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি। আমাদের সাধ্যানুপাতে সর্বোচ্চ দ্রুতগতিতে প্রশ্নের জবাব প্রকাশ করার কষরত করে যাচ্ছি। কিন্তু প্রতিকুলতার কারণে অনেক সময়ই তা সম্ভবপর হয়ে উঠছে না। এজন্য আমরা দুঃখিত।

আরেকটি বিষয়ঃ অনেক প্রশ্নের  জবাবই প্রকাশিত হয়েছে। তাই দয়া করে প্রশ্ন করার আগে উক্ত বিষয়ে ইতোমধ্যে কোন লেখা প্রকাশিত হয়েছে কি না? তা সাইটের সার্চ বক্স থেকে সার্চ করে দেখে নিন। কিংবা বিষয়বস্তুু হিসেবে পড়ুন ক্যাটাগরি থেকে ক্যাটাগরি অনুপাতে খুঁজে দেখুন আপনার কাংখিত প্রশ্নের জবাব ইতোপূর্বেই প্রকাশিত হয়ে গেছে কি না?

 

আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে দ্বীনী কাজ করার তৌফিক দান করুন। সকলকে তার দ্বীনের খাদিম হিসেবে কবুল করুন। আমীন। ছুম্মা আমীন।

যোগাযোগ ও পরামর্শ পাঠানোর ঠিকানা

লুৎফুর রহমান ফরায়েজী

তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার

(একটি আহলে হক মিডিয়া প্রয়াস)

১৫০/সি,ওয়াপদা রোড পশ্চিম রামপুরা, ঢাকা।

[রামপুরা পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৬ষ্ঠ তলা]

মোবাইল- ০১৭২৩৭৮৫৯২৫, ০১৯৬৬৬৩৮৩৫৬

একাউন্ট এড্রেস

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ রামপুরা শাখা

লুৎফুর রহমান ফরাজী আকরাম

সঞ্চয়ী হিসাব নং- 20502260202166316

সংক্ষেপে২১৬৬৩

বিকাশ– ০১৭২৩৭৮৫৯২৫।

মেইল-lutforfarazi@yahoo.com

মোবাইল-০১৭২৩৭৮৫৯২৫।

আরও জানুন

মাহে রমজানে বিশেষ দুআর আবেদন!

السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা! আপনাদের দুআর …

No comments

  1. 2096 hobe,20096 likha hoyese , In sha Allah, Allah tala sobkichur anjamer bebostha kore diben.

  2. Md. Abu Sufian Chowdhury

    Allah apnaderke help korben, Inshallah.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *