প্রশ্ন
পুরুষ ও মহিলাদের জন্য কালো রঙ এর পোশাক পরিধান করার হুকুম কী? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
পুরুষ ও মহিলা সবার জন্যই কালো রঙ এর পোশাক পরিধান করা জায়েজ আছে। শরয়ী কোন বিধিনিষেধ নেই।
عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: صَنَعْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُرْدَةً سَوْدَاءَ، فَلَبِسَهَا، فَلَمَّا عَرَقَ فِيهَا وَجَدَ رِيحَ الصُّوفِ، فَقَذَفَهَا
আয়শা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য একটা কালো চাদর রং করে দিলাম। তিনি তা পরিধান করলেন। তিনি ঘামের কারণে পশমের দুর্গন্ধ পেয়ে তা খুলে ফেললেন। [সুনানে আবূ দাউদ-২/৫৯৩, হাদীস নং-৪০৭৪, মুসনাদে আহমাদ-৬/১৩২, হাদীস নং-২৫৫১৭]
وفى الحديث جواز لبس السواد وهو متفق عليه (بذل المجهود، باب فى السواد، دار البشائر الإسلامية-12/101 تحت رقم الحديث-4074، سهارنبور قديم-5/51)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com