প্রচ্ছদ / ইতিহাস ও ঐতিহ্য / নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী?

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী?

প্রশ্ন

প্রশ্নকর্তা: MD Nayeem Islam

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী? যদি জানাতেন অনেক খুশি হতাম প্রিয় শায়েখ!

উত্তর

بسم الله الرحمن الرحيم

এ সংক্রান্ত একটি হাদীস মশহুর আছে। সেটি হলো:

كنت نبيا وآدم بين الماء والطين

আদম আলাইহিস সালাম যখন পানি ও মাটির মাঝে ছিলেন তখনি আমি নবী ছিলাম।

উক্ত প্রচলিত হাদীস বিষয়ে মুহাদ্দিসীনে কেরাম মন্তব্য করেন:

১ আল্লামা যারকাশী রহঃ বলেন: لا يصح এ হাদীস সঠিক নয়। [আললাআলিউল মানছূরাহ-১৭২]

২ ইমাম সাখাবী রহঃ বলেন: لم نقف عليه আমরা এর উপর নির্ভর করতে পারি না। [আলমাকাসিদুল হাসানাহ-৩৮৬]

ইমাম সাখাবী রহঃ আরো বলেন: এটি মওজূ তথা বানোয়াট। [আলআজয়িবাতুল মুরজিয়া-১/১৬৬]

৩ মোল্লা আলী কারী রহঃ বলেন:  قيل لا أصل له أو بأصله موضوع কেউ বলেন, এর ভিত্তি নেই, কারো মতে এর ভিত্তি হলো বানোয়াট। [আলআসরারুল মারফূআহ-২৬৮]

৪ আল্লামা যুরকানী রহঃ বলেন: باطل لا أصل له বাতিল। এর কোন ভিত্তি নেই। [মুখতাসারুল মাকাসিদ-৭৭৫]

সুতরাং বুঝা গেল যে, উপরোক্ত শব্দে বক্তব্যটি জাল ও বানোয়াট।

 

আরেকটি মুরসাল বর্ণনা এসেছে। সেটি হলো:

عن عبد الله بن شقيق أن رجلا سأل النبي -صلى الله عليه وسلم- متى ‌كنت ‌نبيا؟ قال: “‌كنت ‌نبيا وآدم بين الروح والجسد

হযরত আব্দুল্লাহ বিন শাকীক রহঃ বলেন, নিশ্চয় এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, আপনি কখন নবী হয়েছেন? নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: আমি তখন থেকেই নবী যখন থেকে আদম আলাইহিস সালাম রূহ ও শরীরের মাঝখানে ছিলেন। [মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-৩৯৩২, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৬৬২৩, মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-২/৬০৮, হিলয়াতুল আওলিয়া-৯/৫৩]

উপরোক্ত হাদীসটি মুরসাল। এ বর্ণনা কোন সাহাবী থেকে নবীর সুত্রে বর্ণিত নয়। কারণ, আব্দুল্লাহ বিন শাকীক তাবেয়ী ছিলেন।

তবে এ বর্ণনাটি জাল নয়।

এ সংক্রান্ত আরেকটি হাদীস পাওয়া যায়। হাদীসটি হলো:

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَتَى وَجَبَتْ لَكَ النُّبُوَّةُ؟ قَالَ: ‌وَآدَمُ ‌بَيْنَ ‌الرُّوحِ ‌وَالجَسَدِ

আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, লোকেরা প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল! আপনার নবুওয়াত কখন অবধারিত হয়েছে? তিনি বললেনঃ যখন আদম (আঃ) তার শরীর ও রুহের মধ্যে ছিল। [জামে তিরমিজী, হাদীস নং-৩৬০৯]

এ হাদীসটি আগের দু’টি থেকে অধিক গ্রহণযোগ্য।

এ হাদীস দ্বারা মূল বিষয়টি পরিস্কার হয়ে যায়। সেটি হলো: আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সৃষ্টির সময়ই নবী হিসেবে নির্বাচিত। তখন থেকেই তিনি নবী হবেন বলে অবধারিত ছিলেন।

বাকি তিনি উম্মতের নবী হিসেবে স্বীকৃত হয়েছেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বছর পূর্ণ হয়। তখন আল্লাহর সেই ওয়াদা যে, “মুহাম্মদ  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন”, তা প্রকাশিত হয়।

আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই নবী হিসেবে পরিগণিত ছিলেন তা কুরআনে একটি আয়াতের মাধ্যমেই বুঝা যায়, যেমনটি ইরশাদ হয়েছে:

وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ ۚ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي ۖ قَالُوا أَقْرَرْنَا ۚ قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ [٣:٨١]

এবং (তাদেরকে সেই সময়ের কথা স্মরণ করাও) যখন আল্লাহ নবীগণ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, আমি যদি তোমাদেরকে কিতাব ও হিকমত দান করি, তারপর তোমাদের নিকট কোন রাসূল আগমন করে, যে তোমাদের কাছে যে কিতাব আছে তার সমর্থন করে, তবে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তার সাহায্য করবে। আল্লাহ (সেই নবীদেরকে) বলেছিলেন, তোমরা কি একথা স্বীকার করছ এবং আমার পক্ষ হতে প্রদত্ত এ দায়িত্ব গ্রহণ করছ? তারা বলেছিল, আমরা স্বীকার করছি। আল্লাহ বললেন, তবে তোমরা (একে অন্যের স্বীকারোক্তি সম্পর্কে) সাক্ষী থাক এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম। [সূরা আলে ইমরান-৮১]

নবীগণ থেকে উপরোক্ত স্বীকারোক্তিটি নেয়া হয়েছে রূহে জগতে। সুতরাং আমাদের নবী সৃষ্টির শুরু লগ্ন থেকেই নবী হিসেবে নির্ধারিত এবং অবধারিত। বাকি তার নবুওয়াতের প্রকাশ হয়েছে জন্মগ্রহণের পর চল্লিশ বছরের পর।

যেমন কোন সন্তান জন্মগ্রহণের পরই বাবা মা তাকে কোন একটি পদে বিশ বছর বয়সে আসীন করবেন বলে ঠিক করে রেখেছেন। কিন্তু সেই পদে আসীন করা হলো বিশ বছর বয়স হবার পর।

এ বিষয়টি এক হিসেবে জন্মের পরই উক্ত পদধারী যেমন বলা যায়, তেমনি তিনি উক্ত পদের অধিকারী মূলত চল্লিশ বছর বয়সে হয়েছেন এটা বলাতেও কোন ভুল নেই।

ঠিক তেমনি আমাদের নবী আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে থেকেই নবী হিসেবে নির্ধারিত ছিলেন। কিন্তু তিনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে। সুতরাং এ দুইয়ের মাঝে কোন মৌলিক বৈপরিত্ব নেই।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

আমানতের টাকায় মালিকের অনুমতি ছাড়া ব্যবসা করে লাভ করলে লাভের টাকা কে পাবে?

প্রশ্ন কারো কাছে এক লাখ টাকা আমানত রাখা হলো। কিন্তু আমানতের টাকা দিয়ে আমানত গ্রহণকারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *