প্রশ্ন
নাম: তারমীম তারান্নুম
বিষয়: নামায
আসসালামু আলাইকুম। নামাযে কতটুকু সতর খোলা থাকলে নামায ভেঙ্গে যাবে? তিন তাসবীহ পরিমাণ সেটা বুঝলাম। বাট আমি জানতে চাইছি, হাতের গিরার যদি সামান্য একটু অংশ তিন তাসবীহ পরিমাণ খোলা থাকে তাহলেও কি নামায ভেঙ্গে যাবে?
জানালে খুবই উপকৃত হব।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সতর অঙ্গের চার ভাগের এক ভাগের কাপড় তিন তাসবীহ পরিমাণ খোলা থাকলে নামায ভেঙ্গে যাবে। হাতের গিরা সতরের অংশ নয়। তাই তা খোলা থাকায় নামায ভাঙ্গবে না। এছাড়া এ পরিমাণ যেহেতু সতরের কোন অঙ্গের এক চতুর্থাংশ নয়, তাই এর পরিমাণ খোলার দ্বারা নামায ভঙ্গ হবে না।
ويمنع حتى انعقادها كشف ربع عضو قدر أداء ركن……. وذلك قدر ثلث تسبيحات (رد المحتار، زكريا-2/81/82، كرتاشى-1/408، البحر الرائق، زكريا-1/471، الفتاوى التاتارخانية-2/23، رقم-1547)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com