প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / আখেরী চাহার শোম্বাহ পালনের হুকুম কী?

আখেরী চাহার শোম্বাহ পালনের হুকুম কী?

প্রশ্ন

প্রশ্নকারীর নাম: মো়হাফিজুর রহমান

ঠিকানা: দক্ষিণ রাঘবপুর, পাবনা সদর,পাবনা

জেলা/শহর: পাবনা

দেশ: বাংলাদেশ

প্রশ্নের বিষয়: আখেরি চাহার সোম্বা কি বিদাত?

বিস্তারিত:
—————-
আসসালামুয়ালাইকুম মুহতারাম, আপনার গুরুত্বপূর্ণ দ্বীনী খিদমতের উসিলায় আল্লাহ রব্বুলয়ালামিন সমস্ত কল্যাণ দান করুন।

মুহতারাম, আখেরি চাহার সোম্বা,যা আমাদের মহল্লাসহ সমগ্র দেশে পালন করা হয় এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়া হয়। এটি কি নির্ভরযোগ্য দলীল দ্বারা প্রমাণিত।

মেহেরবানী করে দলিলভিত্তিক আলোচনার মাধ্যমে আমাদের ঈমান আমল হিফাযতে সহায়তা করুন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

সফর মাসের শেষ বুধবারকে ‘আখেরী চাহার শোম্বাহ’ বলে প্রচলন করা হয়েছে। যা ঘটা করে সরকারী ছুটির মাধ্যমে পালিত হয়ে আসছে।

কিন্তু এ দিন গোসল করা ও শিন্নি বিতরণ,সদকা ইত্যাদি করার প্রচলিত পদ্ধতির কোন শরয়ী ভিত্তি নেই।

এছাড়া এদিনকে উপলক্ষ্য করে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাগণ রাজিআল্লাহু আনহুম আজমাঈন বিশেষ দিবস হিসেবে পালন করেছেন মর্মে কোন প্রমাণ বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়।

তাই এদিনকে বিশেষ মর্যাদা দিয়ে পালন করার কোন যৌক্তিকতা নেই। এটা একটি বদ রুসম ও বিদআত ছাড়া আর কিছু নয়।

 

وَإِيَّاكُمْ وَمُحْدِثَاتِ الْأُمُورِ، فَإِنَّ شَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، (سنن ابن ماجه، رقم-46)


اى أنشأ واخترع وأتى بأمر حديث من قبل نفسه…… (ما ليس منه) أى رأيا ليس له فى الكتاب أو السنة عاضد ظاهر أو خفى، ملفوظ أو مستنبط (فهو رد) أى مردود على فاعله لبطلانه، (فيض القدير، رقم الديث-8333)

وضع الحدود وإلتزام الكيفيات والهيئات المعينة فى أوقات معينة لم يوجد ذلك التعين فى الشريعة، (الإعتصام-1/39)

এ লেখাটি পড়ুন: আখেরী চাহার শোম্বাহ কি উদযাপনের দিবস?

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

 

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *