প্রচ্ছদ / প্রশ্নোত্তর / ইতিকাফকারীর জন্য নফল অজু ও গোসলের জন্য মসজিদের বাইরে যাবার অনুমতি আছে?

ইতিকাফকারীর জন্য নফল অজু ও গোসলের জন্য মসজিদের বাইরে যাবার অনুমতি আছে?

প্রশ্ন

ইতিকাফকারীর জন্য নফল অজু বা গোসলের জন্য মসজিদ থেকে বের হবার  অনুমতি আছে কি? যেমন মসজিদে অযুসহ থাকার জন্য অজু চলে গেলে অযু করার জন্য মসজিদের বাইরে যাওয়া।

কিংবা জুমআর দিনের গোসল করার জন্য মসজিদ থেকে বের হবার অনুমতি আছে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, বের হতে পারবে। তবে অতিরিক্ত দেরী করবে না। যত দ্রুত সম্ভব কাজ সেরে মসজিদে চলে আসতে হবে।

ويخرج أيضا لأمر لابد له منه، ثم يرجع المسجد بعد ما فرغ من ذلك الأمر سريعا، ويخرج للوضوء والاغتسال فرضا كان او نفلا (الفتاوى التاتارخانية، كتاب الصوم، الفصل الثانى عشر فى الاعتكاف-3\446، رقم-4813)

فَأَمَّا إذَا خَرَجَ سَاعَةً مِنْ الْمَسْجِدِ فَعَلَى قَوْلِ أَبِي حَنِيفَةَ – رَحِمَهُ اللَّهُ تَعَالَى – يَفْسُدُ اعْتِكَافُهُ، وَعِنْدَ أَبِي يُوسُفَ وَمُحَمَّدٍ رَحِمَهُمَا اللَّهُ تَعَالَى لَا يَفْسُدُ مَا لَمْ يَخْرُجْ أَكْثَرَ مِنْ نِصْفِ يَوْمٍ، وَقَوْلُ أَبِي حَنِيفَةَ – رَحِمَهُ اللَّهُ تَعَالَى – أَقِيسُ وَقَوْلُهُمَا أَوْسَعُ (المبسوط للسرخسى-3\118، تاتارخانية-3\444، رقم-4803)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia201[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *