প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / রোযা রেখে ডায়ালাইসিস করালে রোযা ভেঙ্গে যাবে?

রোযা রেখে ডায়ালাইসিস করালে রোযা ভেঙ্গে যাবে?

প্রশ্ন

হুজুর। আমার আম্মা অসুস্থ্য। কিছু দিন পর পর ডায়ালাইসিস করাতে হয়। আমার প্রশ্ন হল, রক্ত বের করে প্রবেশ করানোর এ প্রচলিত ডায়ালাইসিস করার দ্বারা কি আমার আম্মার রোযার কোন ক্ষতি হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

না। কোন ক্ষতি হবে না। প্রচলিত ডায়ালাইসিস এর মাধ্যমে রোযা ভঙ্গ হবার কারণ পাওয়া যায় না। তাই রোয়া ভঙ্গ হবে না।

وأما ما وصل إلى الجوف أو الدماغ عن غير المخارق الأصلية بأن داوى الجائفة والآمة فإن داواها بداواء يابس لا يفسد لأنه لم يصل إلى الجوف ولا إلى الدماغ (بدائع الصنائع-2\243)

ومفاده أن استقرار الداخل فى الجوف شرط للفساد أى مفاد ما ذكر متناو شرحا وهو أن ما دخل فى الجوف إن غاب فيه فسد وهو المراد بالاستقرار وإن لم يغب بل بقى طرف منه فى الخارج أو كان متصلا بشيئ خارج لا يفسد لعدم استقراره (رد المحتار-3\369)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *