প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / আমি যাকে বিয়ে করবো, যখনই বিয়ে করবো তখনই তালাক বলার দ্বারা মুক্তি পাওয়ার মাধ্যম কী?

আমি যাকে বিয়ে করবো, যখনই বিয়ে করবো তখনই তালাক বলার দ্বারা মুক্তি পাওয়ার মাধ্যম কী?

প্রশ্নঃ

আমি কোন এক কারনে এরোকম কসম করেছি ,যে – আমি যাকে বিয়ে করব ,সেই তালক । এবং যখোন বিয়ে করব তখোনি তালাক । এখোন আমার বিয়ে দরকার , তো কি করতে পারি? বা আমার পক্ষ থেকে কেই বা আমাকে এ বিষয়ে সাহায্য করবে ? আমি তার নিকট চির কৃতজ্ঞ থাকব –

প্রশ্নকর্তাঃ

HM Tawhidul Islam 

[email protected]

بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا و مسلما

উত্তরঃ

প্রিয় ভাই! বিয়ে কোন ছেলেখেলা বিষয় নয়। ভবিষ্যতে এধরণের শব্দ উল্লেখ করার থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। নিচে দুইটি লিংক দেওয়া আছে, মাসআলা গুলো দেখেনিন।

“যখনই বিয়ে করব আমার স্ত্রী তিন তালাক” এরকম কথা যে বলেছে সে ব্যক্তি বিয়ে করলেই কি তার স্ত্রী তালাক হয়ে যাবে?

 

প্রশ্ন বুঝাতে ‘আমি যাকে বিয়ে করবো সে তিন তালাক’ বলার দ্বারা কি তালাক হয়?

উত্তর লিখনে
মুহা. শাহাদাত হুসাইন , ছাগলনাইয়া, ফেনী।

সাবেক শিক্ষার্থী: ইফতা বিভাগ
তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

সত্যায়নে
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী দা.বা.

পরিচালক তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা

উস্তাজুল ইফতা জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *