প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / আকামা ছাড়া অবস্থানকারী সৌদী প্রবাসীদের উপার্জনের হুকুম কী?

আকামা ছাড়া অবস্থানকারী সৌদী প্রবাসীদের উপার্জনের হুকুম কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম জনাব

আমি একজন সৌদি প্রবাসি আর কাজের সংকট ও আকামার টাকা অতিরিক্ত বেশি হওয়ায় অনেক লোক আকামা বানাতে পারে না।

এখন আমার জানার বিষয় হলো আমরা যে আকামা ছাড়া টাকা উপার্জন করে দেশে পাঠায় এটা কি আমাদের জন্য হালাল হবে?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আকামা ছাড়া উক্ত রাষ্ট্রে থাকা আপনাদের জন্য উচিত নয়। কারণ, ধরা পড়লে আপনাদের উপর বিপদ নেমে আসতে পারে। আর নিজেকে বিপদের দিকে ঠেলে দেয়া উচিত নয়।

শরীয়ত বিরোধী নয়, এমন রাষ্ট্রীয় আইন মানা জরুরী।

তাই আপনাদের উচিত আকামা তৈরী করে নেয়া।

তবে আকামা ছাড়া অবস্থান করা অনুচিত হলেও সেখানে থেকে হালাল উপার্জনের টাকা হারাম হবে না। বরং হালাল হবে।

عن حذيفة قال : قال رسول الله صلى الله عليه و سلم لا ينبغي للمؤمن أن يذل نفسه قالوا وكيف يذل نفسه ؟ قال يتعرض من البلاء لما لا يطيق (سنن الترمذى، كتاب الفتن، باب ما جاء في لانهي عن سب الرياح، باب منه، رقم الحديث-2254

হযরত হুযায়ফা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, কোন মুমিনের জন্য উচিত নয় নিজেকে অপমানিত করা। সাহাবারা বললেন-কিভাবে ব্যক্তি নিজেকে অপমানিত করে? তিনি বললেন-অনুচিত বিপদে নিজেকে জড়িয়ে ফেলার মাধ্যমে। {সুনানে তিরমিযী, হাদীস নং-২২৫৪, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৪০১৬, মুসনাদে আহমাদ, হাদীস নং-২৩৪৪৪, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-২৭৯০, মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-১৪১১, শুয়াবুল ঈমান, হাদীস নং-১০৩৩০, মুসনাদুশ শিহাব, হাদীস নং-৮৬৭}

إن المسلم يجب عليه أن يطيع أميره فى الأمور المباحة، فإن أمر الأمير بفعل مباح وجبت مباشرته، وإن نهى عن أمر مباح حرام إرتكابه، ومن هنا صرح الفقهاؤ بأن طاعة الإمام فيما ليس بمعصية واجبة (تكملة فتح الملهم، باب وجوب طاعة الأمراء-3/323)

كل من يسكن دولة فانه يلتزم قولا أو عملا بأنه يتبع قوانينها وحينئذ يجب عليه اتباع أحكامها الخ (بحوث فى قضايا فقهية معاصرة-166

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামীয়া ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

আরও জানুন

অগ্রীম বাসা ভাড়ার উপর বছর অতিক্রান্ত হলে যাকাত কে দিবে?

প্রশ্নঃ মুহতারাম, অমি প্রতি মাসে ৩০ হাজার টাকা দেওয়ার শর্তে বাড়ি ভাড়া নেই। ভাড়া নেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস