প্রচ্ছদ / আদব ও আখলাক / মুআনাকায় পরস্পররকে চুমু খাওয়ার বিধান কী?

মুআনাকায় পরস্পররকে চুমু খাওয়ার বিধান কী?

প্রশ্ন

From: আহমেদ
বিষয়ঃ চুমু

প্রশ্নঃ
মাঝে মাঝে কিছু মানুষকে দেখা যায় মুয়ানাকা করার সময় গালে চুমু দিতে। বিশেষ করে আরবদের।  এভাবে পুরুষ পুরুষের গালে চুমু দেয়া কি ইসলামে জায়েজ আছে??

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি কোন ফিতনার আশংকা না থাকে, তাহলে কপালে বা গালে চুমু দিতে কোন সমস্যা নেই।

কিন্তু যদি ফিতনার আশংকা থাকে, তাহলে জায়েজ নেই।

لَا بَأْسَ بِالتَّقْبِيلِ وَالْمُعَانَقَةِ لِمَا رُوِيَ «أَنَّهُ – عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ – عَانَقَ جَعْفَرًا حِينَ قَدِمَ مِنْ الْحَبَشَةِ وَقَبَّلَهُ بَيْنَ عَيْنَيْهِ» وَلَهُمَا مَا رُوِيَ ” «أَنَّهُ – عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ – نَهَى عَنْ الْمُكَامَعَةِ» ؟ ” وَهِيَ الْمُعَانَقَةُ «وَعَنْ الْمُكَاعَمَةِ» وَهِيَ التَّقْبِيلُ، (رد المحتار، كتاب الحظر والاباحة، باب الاستبراء-9/546

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

অবাঞ্ছিত লোম ও কর্তিত নখ কি পুঁতে রাখা জরুরী?

প্রশ্ন From: Nusrat বিষয়ঃ Disposing Hair and Nails প্রশ্নঃ Assalamu Alaikum. I heard that it …

Leave a Reply

Your email address will not be published.

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস