প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / ইমামের পিছনে মুক্তাদী আত্তাহিয়্যাতু পড়তে ভুলে গেলে নামায হবে কী?

ইমামের পিছনে মুক্তাদী আত্তাহিয়্যাতু পড়তে ভুলে গেলে নামায হবে কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম,

জ্বনাব, আশা করি আপনার মুল্যবান সময় ব্যয় করে প্রশ্নের জবাব দিবেন।

জামাতে নামাজ পড়ার সময় যদি মোক্তাদি আত্তাহিয়্যাতু পড়তে ভুলে যায় তাহলে কি নামাজ পুনরায় পড়তে হবে ?

প্রেরক

মোঃ মাহ্‌মুদুল আলম

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না, পড়তে হবে না। নামায হয়ে যাবে।

سهو المؤتم لا يوجب السجود على الامام لانه متبوع لا تابع ولا عليه اى ولا على المؤتم، (كبيرى، كتاب الصلاة، باب سجود السهو-437، المحيط البرهانى، كتاب الصلاة، الفصل السابع عشر-2/316، البحر الرائق-2/100

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

অগ্রীম বাসা ভাড়ার উপর বছর অতিক্রান্ত হলে যাকাত কে দিবে?

প্রশ্নঃ মুহতারাম, অমি প্রতি মাসে ৩০ হাজার টাকা দেওয়ার শর্তে বাড়ি ভাড়া নেই। ভাড়া নেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস