প্রচ্ছদ / খিলাফত/ইসলামী রাষ্ট্রনীতি / জাতীয় সংগীত পাঠ করাতে কোন সমস্যা আছে কি?

জাতীয় সংগীত পাঠ করাতে কোন সমস্যা আছে কি?

প্রশ্ন

Amar nam nurul Absar ami akta school e porai sekane jatio songgit porte hoye ta islamer distite ki hobe janale kosi hobo

উত্তর

بسم الله الرحمن الرحيم

এতে কোন সমস্যা নেই। কারণ এতে কুফরী বা শিরকী কোন কথা আমাদের দৃষ্টিগোচর হইনি। কবিরা কবিতায় জমিন, আসমানকে সম্বোধন করে ভাব প্রকাশে অনেক কথাই প্রকাশ করে থাকেন। যার সাথে আকীদার সাধারণতঃ কোন সম্পর্ক থাকে না। সেই দৃষ্টিতে বাংলাদেশের জাতীয় সংগীতে শিরকী কোন কথা আমাদের বোধগম্য নয়। তাই বাদ্য যন্ত্র ছাড়া তা গাইতে কোন সমস্যা নেই বলেই প্রতীয়মান হয়।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

অবাঞ্ছিত লোম ও কর্তিত নখ কি পুঁতে রাখা জরুরী?

প্রশ্ন From: Nusrat বিষয়ঃ Disposing Hair and Nails প্রশ্নঃ Assalamu Alaikum. I heard that it …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস