প্রচ্ছদ / চিকিৎসা/তদবীর / দ্রুত বিবাহের আমল

দ্রুত বিবাহের আমল

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

হযরত আমার বর্তমান বয়স প্রায় ২৫ বছর। তাই দ্রুত বিবাহ করতে চাচ্ছি (পিতা-মাতার অনুমতিপ্রাপ্ত) ।

দ্রুত বিবাহের আমল বলে দিলে উপকৃত হতাম।

কাজীপাড়া,

মিরপুর ঢাকা।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

 

وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيَاةِ الدُّنْيَا لِنَفْتِنَهُمْ فِيهِ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَأَبْقَىٰ، وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْأَلُكَ رِزْقًا ۖ نَّحْنُ نَرْزُقُكَ ۗ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَىٰ ﴿طه: ١٣١-132﴾

  অবিবাহিত ব্যক্তি সূরা ত্বহা এর ১৩১ ও ১৩২ নং আয়াত লিখে নিজের সাথে রাখলে ইনশাআল্লাহ দ্রুত বিবাহের ব্যবস্থা হবে।

এছাড়া সূরা ত্বহা পুরোটা লিখে সবুজ রেশমী রুমালে পেচিযে সাথে রাখলে বিবাহের প্রস্তাব দিলে তা মঞ্জুর হবে ইনশাআল্লাহ। [আমালে কুরআনী থানবী রহঃ কৃত]

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

কাজি কর্তৃক কাবিননামায় সাইন করলে কি স্ত্রী তালাকে তাফওয়ীজের মালিক হয়?

প্রশ্নঃ আসসালামু আলাইকুম। হুজুর স্বামি যদি বিয়ের আগে তালাকে তাফবিজ সম্পর্কে কিছুই জানত না।কাজী বিয়ের …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস