প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / পেশাবের পর কিছুক্ষণ ধরে সাদা ধাতু বের হলে কিভাবে পবিত্র হবে?

পেশাবের পর কিছুক্ষণ ধরে সাদা ধাতু বের হলে কিভাবে পবিত্র হবে?

প্রশ্ন

আমার প্রস্রাব সংক্রন্ত একটি সমস্যা আছে। প্রস্রাব করার পর কিছুক্ষণ ধরে সমান্য পরিমানে হালকা সাদা রঙ এর পাতলা ধাতু বের হয়। এর জন্য আমি ঔষধ ও খাচ্ছি তাও কোন কাজ হচ্ছে না। এমতাবস্থায় আমি কিভাবে পাক পবিত্রতা অর্জন করব এবং কিভাবে নামাজ পড়ব?

উত্তর

بسم الله الرحمن الرحيم

পেশাব করার পর যেহেতু উক্ত ধাতু বের হয়, তাই আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। যেন উক্ত ধাতু বের হওয়া বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাবার পর, তা পরিস্কার করে অযু করে নামায আদায় করবেন।

 

ولا يصير معذورا حتى يستوعبه العذر وقتا كاملا، ليس فيه انقطاع بقدر الوضوء، والصلاة، وهذا شرط ثبوته (نور الإيضاح، باب الحيض والنفاس والاستحاضة-51)

وصاحب عذر من به سلس بول لا يمكنه إمساكه…..بأن لا يجد فى جميع وقتها زمنا يتوضأ ويصلى فيه خاليا عن الحدث (رد المحتار، زكريا-1/504-505، كرتاشى-1/305)

ولا تسرى عليه أحكام المعذورين حتى يستوعبه العذر وقتا كاملا لصلاة مفروضة ولو حكما، وليس فيه انقطاع فى جميع ذلك الوقت زمنا بقدر الطهارة والصلاة، وهذا شرط متفق عليه بين الفقهاء (الموسوعة الفقهية الكويتية-3/209)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *