প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / তালাকের ভাবনা আসলেই কি তালাক হয়ে যায়?

তালাকের ভাবনা আসলেই কি তালাক হয়ে যায়?

প্রশ্ন

প্রশ্নের বিষয়: তালাক

বিস্তারিত:
—————-
১ম প্রশ্ন: আমি একবার অফিশে বসে কাজ করছি। তখন আমার মনে আমার স্ত্রীর ব্যপারে খারাপ ওয়াসওসা আসতে থাকে। আমার স্ত্রী যদি কোন চেলের সাথে পালিয়ে যায় ধরতে পারলে তখন আমি বলবো তালাক তালাক তালাক যা তুই চুই চলে যা। আমি অফিসে বসে বসে মনে মনে এইগুলা বলতে ছিলাম। এইগুলা মনে মনে বললে কি তালাক হয়ে যাবে?

২য় প্রশ্ন: আমি একবার মানষিক ভাবে খুবেই অসুস্থ চিলাম। আমার শারিরিক কিছু সম্যস্যা চিলো। তখন আমার বার বার চিন্তা হত আমার স্ত্রী আমাকে অপমানি করে চলে যাবে। সেই জন্য আমি তাকে বলেছিলাম আমকে ছেড়ে কখনো যদি চলে যেতে চাও যেও কিন্তু আমাকে অপমানি করে যেওনা। এই কথাটা আমি তাকে বলেছি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করে, এইখানে আমি তাকে অরপিত তালাকের পাওয়ার দিচ্ছি সেই হিসাবে কথাটা বলিনি, অরপিত তালাক সম্পর্কে তখন আবধি আমার কোন ধারনা চিলোনা।   কারন বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েরাও তালাক দিয়ে চলে যায়। আমি শুধু শিউর হতে চেয়েছিলাম সে যদি যায়ও আমাকে যেনো অপমানি করে না যায় ।  সে আমাকে উত্তরে বলেছিলো সে আমাকে কখনো ছেড়ে যাবে না। এখন কি আমার কথায় তারকাছে অরপিত তালাকের পাওয়ার চলে গেছে। আমি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি এরপর অনেকবার  তাকে বলেছি আমি না যেতে দিলে তুমি  কখনোই যেতে  পারবেনা।

আরেকটা বিষয় আমার মনে সারাদিন শুধু তালাক নিয়ে ওয়াসওয়াসা আসতে। এই বুঝি স্ত্রীকে তালাক দিয়ে দিলাম এই বুঝি তালাক হয়ে গেলো। আমার স্ত্রী বুঝি তালাক হয়ে গেলো। এইধরনের চিন্তা আস্তে থাকে স্ত্রীর বেপারে সন্দেহ আসতে থাকে। তার কাছে থাকলে বা তার সাথে কথা বলতে থাকলে মনে আর ওয়াসওয়সা আসে না। এই অবস্থায় আমার করনীয় কি।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক।

উত্তর

بسم الله الرحمن الرحيم

উপরোক্ত বিবরণ অনুপাতে কোন তালাকও পতিত হয়নি। সেই সাথে এর মাধ্যমে তাফয়ীজে তালাকের অধিকারও প্রদান করা হয়নি। এসবই আপনার মনের ওয়াসওয়াসা।


منها شك هل طلق أم لا لم يقع (الأشباه-108، جديد-196)

عدم الشك من الزوج فى الطلاق وهو شرط الحكم بوقوع الطلاق حتى لو شك فيه لا يحكم بوقوعه (بدائعل الصنائع، كتاب الطلاق، فصل فى الرسالة-3\126، جديد-3\199)

يشترط بالاتفاق القصد فى الطلاق، وهو إرادة التلفظ به ولو لم ينو فلا يقع طلاق فقيه يكره ولا طلاق حاك عن نفسه أو غيره لأنه لام يقصد معناه، بل قصد التعليم والحكاية، (الفقه الاسلام وادلته، كتاب الطلاق، باب شروط الطلاق-7/368)

لو كرر مسائل الطلاق بحضرة زوجته ويقول: أنت طالق ولا ينوى طلاقا لا تطلق، (فتح القدير، كتاب الطلاق، باب ايقاع الطلاق-4/4)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *