প্রচ্ছদ / দুআ-দরূদ ও অজীফা / দাড়িয়ে “ইয়া নবী সালামু আলাইকা” পড়ার হুকুম কী?

দাড়িয়ে “ইয়া নবী সালামু আলাইকা” পড়ার হুকুম কী?

প্রশ্ন

মুসলিম উদ্দিন

হযরত, আমার আকিদা নবীজি হাজির নাজির না, এমনিতে দাঁড়াইয়া বা বসিয়া ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

দাড়িয়ে বসে সর্বাবস্থায় দরূদ পড়া যাবে। দরূদ পড়া অনেক সওয়াবের বিষয়। দরূদের অনেক ফযীলত হাদীসের কিতাবে আসছে। দরূদ পড়লে সাথে সাথে দশটি রহমত নাজিল হয়।

কিন্তু ইয়া নবী সালামু আলাইকা আমাদের নবীর উপর স্পষ্টভাবে কোন দরূদ হয় না।

কারণ, হে নবী বললে, সকল নবীকেই বুঝানো হয়। এজন্য কুরআনে কোথাও আমাদের নবীকে সম্বোধন করার ক্ষেত্রে নাকেরা শব্দে বলা হয়নি। বরং  আলিফ লামসহ মারেফা শব্দে বলা হয়েছে। এর মানে নির্দিষ্ট করে আমাদের নবী উদ্দেশ্য।

এ কারণে ইয়া নবী সালামু আলাইকা বলে আমাদের নবীর উপর নির্দিষ্ট করে দরূদ পাঠানো হয় না। কারণ, হে নবী শব্দটি নাকেরা।

এছাড়া নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দূর থেকে “হে নবী” বলে ডাকাটা বেআদবী। নবীর রওজার সামনে হলে বলতে পারেন।

আপনি যেহেতু বিশ্বাস করেন যে, নবীজী হাজির নাজির নয়। এর মানে তিনি মদীনায়। আপনার থেকে অনেক দুরে। আর দূরে থাকা ব্যক্তিকে হে বলে ডাকাটা তার শানে বেআদবী। কাছে গিয়ে বলা যায়।

এ কারণে এভাবে দরূদ পড়া ঠিক নয়। বরং আদবসহ যেসব দরূদ বর্ণিত সেসব দরূদ পড়বেন।

وقد صح عن ابن مسعود أنه سمع قوما اجتمعوا فى مسجد يهللون ويصلون عليه عليه الصلاة والسلام جهرا، فراح إليهم فقال: ما عهدنا ذلك على عهده عليه الصلاة والسلام وما أراكم إلا مبتدعين فما زال يذكر ذلك حتى أخرجهم عن المسجد (بزازية على هامش الهندية-6/378)

لم يكن من دأب الصحابة رضى الله عنهم القيام عند السلام على النبى صلى الله عليه وسلم مطلقا لا فى وقت زيارة القبور ولا فى غيره (فتاوى هيئة كبار العلماء-1/127)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

আট ভরি স্বর্নের উপর কতটুকু যাকাত আবশ্যক?

প্রশ্ন আচ্ছালামুয়ালাইকুম। মুহতারাম আমার একটা প্রশ্ন স্বর্ণের কত ভরি হলে যাকাত দিতে হবে। আর আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস