প্রচ্ছদ / কসম ও মান্নত / হাফেজ হবার মান্নত করলে তা পূর্ণ করা কি আবশ্যক?

হাফেজ হবার মান্নত করলে তা পূর্ণ করা কি আবশ্যক?

প্রশ্ন

নাম: মারুফ ইসলাম্
অবস্থানের দেশ : বাঙ্লাদেশ্
প্রশ্নের বিষয় : মান্নত্
আস্-সালামু-অলাইকুম  ,
আমি যখ্ন আমার মায়এর পেটে ছিলাম তখন আমার মা মান্নত মানে জে আমাকে হাফেজে কুরআন বানাব ,কিন্তু আমি যখ্ন বড় হই তখন আমাকে হাফেজে কুরআন বানানো কোনো পদখেপ নেওয়া হয় নি। এখন আমার বয়স ২৫    বছর এবং বিশ্ব বিদ্যালয়ের পরাশুনা করছি ।এখন আমাকে কি করতে হবে জানালে অনেক উপকার হবে।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মান্নত হবার জন্য আবশ্যক হল উক্ত বিষয়টি শরীয়তে ওয়াজিব, ফরজ ইত্যাদির মর্যাদা রাখতে হয়। অন্য শব্দে বললে উক্ত বিষয়টি মৌলিক ইবাদতে শামীল হতে হয়। আর হাফেজ হওয়া এটি কোন ফরজ বা ওয়াজিব আমল নয়। কেবলি মুস্তাহাব। তাই উক্ত মান্নত করার দ্বারা মান্নত হয়নি। তাই হাফেজ হওয়া আপনার জন্য জরুরী নয়। বাকি আল্লাহর রাহে কোন ওয়াদা করলে তা পূর্ণ করা উচিত। তা’ই আপনি পারলে সময় করে অল্প অল্প করে কুরআন  মুখস্ত করার চেষ্টা করতে পারেন। হাফেজ না হতে পারলে ইনশাআল্লাহ গোনাহ হবে না। [খাইরুল ফাতাওয়া-৬/২০০]

الأصل ان النذر لا يصح الا بشروط احدها ان يكون الواجب من جنسه شرعا (الفتاوى الهندية، كتاب الصوم، الباب السادس فى النذر-1/208

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

অগ্রীম বাসা ভাড়ার উপর বছর অতিক্রান্ত হলে যাকাত কে দিবে?

প্রশ্নঃ মুহতারাম, অমি প্রতি মাসে ৩০ হাজার টাকা দেওয়ার শর্তে বাড়ি ভাড়া নেই। ভাড়া নেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস