প্রচ্ছদ / প্রশ্নোত্তর / যাকে বিবাহ করা হারাম তার দিকে কামুক দৃষ্টিতে তাকালে কি স্ত্রী হারাম হয়ে যায়?

যাকে বিবাহ করা হারাম তার দিকে কামুক দৃষ্টিতে তাকালে কি স্ত্রী হারাম হয়ে যায়?

প্রশ্ন:

From: Asa
Subject: others
Country : Bangladesh
Mobile :
Message Body:
মাহারেম বা বিবাহ না নাজায়েজ এর তালিকার ১২ নং তালিকায় যেখানে একই সঙ্গে ফুফু/ভাতিজি এবং খালা/ ভাগ্নি বিবাহ করা না জায়েজ যেখানে যদি তাদের একজন স্ত্রী/স্বামী থাকা অবস্থায় অন্য জনের প্রতি কামুক দৃষ্টি পড়ে বা ওরাল সেক্স হয় সেক্ষেত্রে বৈধ স্ত্রী/স্বামীর সম্পর্কের অবনতি ঘটবে কি-না। অর্থাৎ এ থেকে পরিত্রাণের উপায় জানিয়ে বাধিত করিবেন।

জবাব

بسم الله الرحمن الرحيم

এই ক্ষেত্রে বর্তমান বিবাহ ভাঙ্গবে না, কেননা বর্তমান বিবাহ ভঙ্গ হওয়ার মত কোন কারণ পাওয়া যায়নি। তবে গোনাহ হবে মারাত্মক। শরয়ী পর্দা পূর্ণ পালন করা ও আল্লাহ তায়ালাকে ভয় করার মাধ্যমেই কেবল এরকম ঘৃণ্যতম কাজ থেকে বিরত থাকা সম্ভব। তাই আল্লাহ তায়ালাকে ভয় করে পর্দা অনুসরণ করা উচিত। সেই সাথে পূর্ব গোনাহের জন্য অনুতপ্ত হয়ে খালিস দিলে তাওবা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা মাফ করে দিবেন।

وَلَا تَقْرَبُوا الزِّنَا ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا [١٧:٣٢

আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। (সূরা আলইসরা-৩২}

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

অগ্রীম বাসা ভাড়ার উপর বছর অতিক্রান্ত হলে যাকাত কে দিবে?

প্রশ্নঃ মুহতারাম, অমি প্রতি মাসে ৩০ হাজার টাকা দেওয়ার শর্তে বাড়ি ভাড়া নেই। ভাড়া নেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস