মুজাহিদে মিল্লাত সাইয়্যেদ মাহমুদ মাদানী এর আগমণ উপলক্ষ্যে আকায়েদ ও মাসায়েল কোর্সের আজকের দরসটি স্থগিত করা হল!

পূর্ব নির্ধারিত হিসেবে এবং সাপ্তাহিক নিয়মিত দরস অনুপাতে আজ ৩০ই এপ্রিল ২০১৫ ইং রোজ বৃহস্পতিবার তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকার আকায়েদ ও মাসায়েল কোর্সের সাপ্তাহিক দরস অনুষ্ঠিত হবার কথা ছিল।

কিন্তু ইংরেজ খেদাও আন্দোলনের বীর সেনা সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানী রহঃ এর দৌহিদ্র ফিদায়ে মিল্লাত সাইয়্যেদ আসআদ মাদানী রহঃ এর সুযোগ্য ছেলে সাইয়্যেদ মাহমুদ মাদানী দা.বা. আলজামিয়াতুুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবগন মাদরাসায় আজ সন্ধ্যায় আগমন করবেন বলে আমাদের নির্ধারিত অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করছি।

ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার থেকে নিয়মিত দরস চালু হবে।

সম্মানিত মুসলিম ভাইয়েরা!

যাদের সম্ভব তারা চলে আসতে পারেন আওলাদে রাসূল সাঃ এর সান্নিধ্যে।

অনুষ্ঠানে যোগ দিতে যোগাযোগ

মুফতী মুহাম্মদ আলী

প্রিন্সিপাল ও শাইখুল হাদীস-ইদারাতুল উলুম মাদরাসা আফতানগর ঢাকা।

মোবাইল- ০১৭১২২২৩৯২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ahle Haq Media