প্রচ্ছদ / প্রশ্নোত্তর / কুরআন শিক্ষার নূরানী পদ্ধতি কী?

কুরআন শিক্ষার নূরানী পদ্ধতি কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহু

১। আমরা বাংলাদেশে তাজ্বীদ শিক্ষার সময় মাদ্দ শিখি ১-৪ আলিফ টান দিয়ে,কিন্তু অনেকে মাদ্দ শিখায় ১-৬ হারাকাত টান দিয়ে ।উভয় পদ্ধতির মধ্যে সম্পর্ক কি এবং কোনটি অধিক সঠিক।

২। কুরান শিখার নুরানি পদ্ধতি কি এবং কেন?

জাযাকাল্লহু খইরান

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মাদ্দের প্রকারের মাঝে সর্বোচ্চ মদ হল চার আলীফ। এর চেয়ে বেশি কোন মদ্দের প্রকার নেই। তা’ই এক আলিফ থেকে চার আলিফ লম্বা করে নির্দিষ্ট মদ্দগুলো পড়াই সঠিক।

বাকি ছাত্রদের শিক্ষাদানের জন্য শিক্ষকগণ অনেক সময় একটু লম্বা করে বলে থাকেন, এতে কোন সমস্যা নেই।

আর কুরআন শিক্ষার নূরানী পদ্ধতি হল, কুরআনে কারীম সহীহ ও শুদ্ধভাবে পড়ার জন্য যেসব আরবী তাজবীদ জানা জরুরী, সেসব বিষয় একটি পরিকল্পিত ও সহজ পাঠদান পদ্ধতির নাম।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

জমির মালিকের উপর যাকাত আবশ্যক হবে?

প্রশ্ন আমার বাবা এবং বড় ভাইয়ের সমন্বয়ে ২০ থেকে ২২ বিঘা জমি আছে এবং বাজারে …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস