প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / যিকরে খফী যা ফেরেশতারাও শুনতে পায় না, তা ৭০ গুণ বৃদ্ধি হয়ে যায়। বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

যিকরে খফী যা ফেরেশতারাও শুনতে পায় না, তা ৭০ গুণ বৃদ্ধি হয়ে যায়। বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

প্রশ্ন:

From: ba lok

Subject: তাবলীগ জামাত
Country : Bangladesh
Mobile :

Message Body:
আসসালামু আলাইকুম।
ফাজায়েলে আমালে শায়খ যাকারিয়া (রহ) যিকর এ খফীর ফযিলত সম্পর্কে আম্মাজান আয়েশা (রাযি) এর সুত্রে একটি হাদিস উল্লেখ করেছেন যাতে বলা হয়েছে, এক যিকরে খফী যা ফেরেশতারাও শুনতে পায় না, তা ৭০ গুণ বৃদ্ধি হয়ে যায়।

‘আহলে হাদিস’ (?) তার বইয়ে লিখেছে যে, এটা নাকি সনদ বিহীন হাদিস। এর দ্বারা নাকি শায়খ যাকারিয়া (রহ) ফেরেশতাদের প্রতি অজ্ঞতার অপবাদ দিয়েছেন এবং এটি তাঁর ভ্রান্ত আক্বিদা। কিন্তু আমি শুনেছি, ইমাম বায়হাকী হাদিসটি উদ্ধৃত করেছেন। বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।
আসসালামু আলাইকুম।

 

জবাব:

 

بسم الله الرحمن الرحيم

 

ফাযায়েলে আমালে শায়েখ জাকারিয়া রহঃ এ হাদীসটি উদ্ধৃতি করার সময় রেফারেন্স দিয়েছেন মুসনাদে আবী ইয়ালা হাদীস গ্রন্থে। এ হাদীসটি মুসনাদে আবী ইয়ালাতে পূর্ণ সনদসহই বর্ণিত আছে। মুসনাদে আবী ইয়ালায় বর্ণিত পূর্ণ সনদসহ আরবী পাঠ হল-

 

4738 – حدثناأبوهشامالرفاعيحدثنااسحاقحدثنامعاويةعنالزهريعنعروة : عنعائشةقالت : كانرسولاللهيفضلالصلاةالتييسناكلهاعلىالصلاةالتيلايستاكسبعينضعفا

وكانرسولاللهيفضلالذكرالخفيالذيلايسمعه [ الحفظة ] سبعينضعفافيقول : إذاكانيومالقيامةوجمعاللهلحسابهموجاءتالحفظةبماحفظواوكتبواقالاللهلهم : انظرواهلبقيلهمنشئ؟فيقولون : ربناماتركناشيئامماعلمناهوحفظناهإلاوقدأحصيناهوكتبناهفيقولاللهتباركوتعالىله : إنلكعنديخبئالاتعلمهأناأجزيكبهوهوالذكرالخفي

 

হাদীসটির সনদ হল-আবু ইয়ালা রহঃ এর কাছে বর্ণনা করেছেন আবু হিশাম রেফায়ী রহঃ, তার কাছে ইসহাক রহঃ, তার কাছে মুয়াবিয়া রহঃ, তার কাছে জুহরী রহঃ, তার কাছে ওরওয়া রহঃ, তিনি বর্ণনা করেছেন হযরত আয়শা রাঃ থেকে।

 

মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৪৭৩৮

 

এই হল এ হাদীসের পূর্ণ সনদ। যা মুসনাদে আবী ইয়ালাতে রয়েছে। যে কিতাবের রেফারেন্সে শায়েখ জাকারিয়া রহঃ ফাযায়েলে আমালে হাদীসটি এনেছেন।

 

সুতরাং এ হাদীসটির কোন সনদ নেই বলাটা হাদীস ও হাদীস শাস্ত্র সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক ছাড়া অন্য কিছু নয়।

 

এ হাদীসটি আরো বর্ণিত

 

মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩০২৮০

শুয়াবুল ঈমান, হাদীস নং-৫৫২

জামেউল আহাদীস, হাদীস নং-২৬৮৯৯

কানযুল উম্মাল ফি সুনানি আকওয়াল ওয়াল আফআল, হাদীস নং-১৯২৯

 

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

আট ভরি স্বর্নের উপর কতটুকু যাকাত আবশ্যক?

প্রশ্ন আচ্ছালামুয়ালাইকুম। মুহতারাম আমার একটা প্রশ্ন স্বর্ণের কত ভরি হলে যাকাত দিতে হবে। আর আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস