প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / যার উপর কুরবানী ওয়াজিব, সে যদি কুরবানীর দিনগুলোতে কুরবানীর পশু না পায় তাহলে কী করবে?

যার উপর কুরবানী ওয়াজিব, সে যদি কুরবানীর দিনগুলোতে কুরবানীর পশু না পায় তাহলে কী করবে?

প্রশ্ন:

যার উপর কুরবানী ওয়াজিব, সে যদি কুরবানীর দিনগুলোতে কুরবানীর পশু না পায়, তাহলে কী করবে?

 

   জবাব:   

بسم الله الرحمن الرحيم

কুরবানীর পশু না পাওয়া অবস্থায় যদি কুরবানীর দিন অতিক্রান্ত হয়ে যায়, তাহলে কুরবানী যোগ্য একটি বকরীর সমমূল্য সদকা করে দেয়া ওয়াজিব।

দলিল:

فى البدائع الصنائع- وإن كان لم يوجب على نفسه ولا اشترى وهو موسر حتى مضت أيام النحر تصدق بقيمة شاة تجوز في الأضحية لأنه إذا لم يوجب ولم يشتر لم يتعين شيء للأضحية وإنما الواجب عليه إراقة دم شاة فإذا مضى الوقت قبل أن يذبح ولا سبيل إلى التقرب بالإراقة بعد خروج الوقت لما قلنا انتقل الواجب من الإراقة والعين أيضا لعدم التعيين إلى القيمة وهو قيمة شاة يجوز ذبحها في الأضحية (بدائع الصنائع، كتاب الأضحية، فصل واما كيفية الوجوب فانواع-4/203)

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতওয়ায়ে শামী-৯/৪২৩-৪৬৫

২. আল বাহরুর রায়েক-৮/৩২২

৩. ফাতওয়ায়ে আলমগীরী-৫/২৯৬

৪. বাদায়েউস সানায়ে-৪/২০৩

৫. খোলাসাতুল ফাতওয়া-৩/৩১৭

৬. হেদায়া-৪/৪৩০

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

অগ্রীম বাসা ভাড়ার উপর বছর অতিক্রান্ত হলে যাকাত কে দিবে?

প্রশ্নঃ মুহতারাম, অমি প্রতি মাসে ৩০ হাজার টাকা দেওয়ার শর্তে বাড়ি ভাড়া নেই। ভাড়া নেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস